Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

 

বরাবরে,

        চেয়ারম্যান সাহেব,

        গ্রাম আদালত,

        ১নং(খ)চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ,

       পটিয়া,চট্টগ্রাম।

বিষয়ঃ মৌরশী  ও খরিদা সম্পত্তি জবর দখলকারীদের বিরম্নদ্ধে প্রতিকার প্রসঙ্গে।

বাদীঃ জনাব মোঃ ইউছুপ পিতাঃ মৃত জরি আহমদ সাং চরপাথরঘাটা ,ওযার্ড ং ০২,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।

                                      বনাম

বিবাদীঃ ১.জনাব আবু ছিদ্দিক পিতাঃ মৃত আমির হোসেন

         ২. জনাব আবদুর রহিম  পিতাঃ মৃত মোহাম্মদ মিয়া

         সর্বসাং চরপাথরঘাটা ,ওযার্ড নংঃ০২,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।

জনাব,

          সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।

1)     বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ

 

২)নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীর মৌরশী ও খরিদা মূলে প্রাপ্ত সম্পত্তি হয়। উক্ত তপশীলের জায়গার  বাদী সর্বমোট উনিশ শতক সম্পত্তির মালিক হয়। বর্তমানে উক্ত তপশীলের জায়গার পনের শতক জায়গা বাদীর  দখলে স্থিত আছে। উপরে বর্ণিত বিবাদী সম্পূর্ণ গায়ের জোরে উক্ত অবশিষ্ট চার শতক জায়গা জবর দখল করে। বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।

 

             অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব   

            করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।

        ইতি-------------------------------------০৩/০৬/২০১৩ইংরেজী

 

তপশীলঃ

মৌজাঃ চরপাথরঘাটা

আর,এস খতিয়ান নং .....দাগ নং .......

বি,এস খতিয়ান নং........  বি,এস দাগ নং ...... 

সর্বমোট ১৯ শতক বা ৯ গন্ডা এক কড়া এক দমত্ম