Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চরপাথরঘাটা ইউনিয়নের ইতিহাস
বন্দর নগরী চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলীর দক্ষিণতীরের অবহেলিত একটি ইউনিয়নের নাম চরপাথরঘাটা। যেখানে দাঁড়ালে চট্টগ্রাম শহরের আলোকোজ্জ্বল বর্ণিল গতিময় জীবনের প্রাণচঞ্চলতার শব্দ শোনা যায়। এ গ্রাম থেকে চট্টগ্রাম শহরকে দেখা যায়, কারণ চট্টগ্রাম শহর ও চরপাথরঘাটা ইউনিয়নের মাঝে ব্যবধান রচনা করেছে মাঝের কর্ণফুলী নদী। অথচ শহরের জীবনযাত্রা, নাগরিক সুযোগ সুবিধা, শিক্ষা-দীক্ষা ইত্যাদির তুলনায় এখানকার মানুষের জীবন যাত্রার মান অত্যন্ত সাধারণ ও শিক্ষার আলোক বঞ্চিত। চট্টগ্রাম শহরের অত্যন্ত নিকটে অবস্থান হওয়া সত্বেও এখানকার মানুষের জীবন যেন শুধুই নদীর সাথে সম্পৃক্ত, মাঝি-মাল্লা ও কৃষি অধ্যুষিত এ জনপদের মানুষ জন্মের পর খেটে খাওয়াকে জীবন মনে করতো, শিক্ষার প্রতি সীমাহীন উদাসীন ছিল এরা, তাই চরপাথরঘাটা তথা সিটি কর্পোরেশনের (৫০) নং ওয়ার্ডের বেশীরভাগ লোকই অশিক্ষিত ছিল।  কারণ স্বাধীনতার সূদীর্ঘ কাল পরেও এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা, ছিলনা শিক্ষার পরিবেশ। এক কথায়, এই এলাকাটিই ছিল একটি অবহেলিত ও অনগ্রসর জনপদ।

 

 

.........এই Page এর কাজ পক্রিয়াধীন......